Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কৃষকদের বঞ্চিত করছে সরকার : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২৫ মে ২০১৯

প্রিন্ট:

কৃষকদের বঞ্চিত করছে সরকার : ফখরুল

ঢাকা : দলীয় নেতাকর্মীদের পকেট ভারি করতেই তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধানের ফলন নিয়ে সরকার মিথ্যাচার করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ভুল নীতির কারণেই দুর্দশার শিকার কৃষক। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। দেশে ধান উৎপাদন সম্পর্কে সরকার মিথ্যাচার করছে। সরকার বলছে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিন্তু প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মেট্রিক টন চাল আমদানি করছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করে সত্য আড়াল করছে। সরকার যখন বিনাভোটে নিজেকে নির্বাচিত ঘোষণা করে তখন এ ধরনের নৈরাজ্য, এ ধরনের দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়। সেজন্য সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার আসতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer