Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কুড়িয়ে পাওয়া দুই শিশুকে পিতার কোলে ফিরিয়ে দিল পুলিশ

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ১৮ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুড়িয়ে পাওয়া দুই শিশুকে পিতার কোলে ফিরিয়ে দিল পুলিশ

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি: ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া দুই শিশু ফাহিমা (১১) ও তার ভাই রাসুল আমিন (৮) পুলিশের সহায়তায় তাদের পিতা বেল্লাল চৌধুরীর কাছে হস্তন্তর করেন ঝালকাঠীর সদর থানার (ওসি) শোনিত কুমার গায়েন।

বৃহস্পতিবার ভোরে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন গোপন সংবাদের ভিত্ত্বিতে ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অজ্ঞাত পরিচয়ের দুটি শিশুকে উদ্ধার করে। পরে ওসি শোনিত কুমার গায়েন বিভিন্ন ভাবে শিশুসূলভ আচরন করে তাদের কাছ থেকে বাবার পরিচয় পেয়ে দ্রুত অভিভাবকদের জানায়। একই দিন দুপুরে যাচাই বাছাই শেষে শিশু দুটির বাবার কাছে তুলে দেন ওসি শোনিত।

তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ওসি শোনিত’র এই মহানুভবতার জন্য শিশু দুটির বাবা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন। কুড়িয়ে পাওয়া শিশু দুটির বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরুপকাঠি) থানার পুর্ব কামারকাঠি গ্রামে। তারা গত দুই দিন আগে হারিয়ে যায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer