Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কুবিতে চলছে বৈশাখ আয়োজনের শেষ প্রস্তুতি

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ১৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

কুবিতে চলছে বৈশাখ আয়োজনের শেষ প্রস্তুতি

ছবি : বহুমাত্রিক.কম

কুমিল্লা :পহেলা বৈশাখ কড়া নাড়ছে দরজায়।রাত পোহালেই শুরু হবে পহেলা বৈশাখ কেন্দ্রিক নানা উৎসব।আর এ উৎসবকে ঘিরে সারা দেশের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।এরই মাঝে পহেলা বৈশাখকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যস্ত তাদের নিজ নিজ বিভাগকে সাজাতে।কেউ ব্যস্ত রং তুলি নিয়ে ফুল, পশু-পাখির নকশা আঁকতে, কেউ ব্যস্ত প্ল্যাকার্ড বানাতে আবার কেউবা ব্যস্ত পিঠা বানানোর কাজে।

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন-"আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।এবারের নববর্ষ সুষ্ঠু ও নির্বিঘ্নে যেন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।"

নববর্ষ নিয়ে বাংলা ১১তম ব্যাচের শিক্ষার্থী বিলকিস জান্নাত কিরণ বলেন-"আমরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করি।পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কাজ নিজ হাতে করতে পেরে আমার অনেক ভাল লাগছে।"

বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে সাজসজ্জা ছাড়াও আরও থাকছে মঙ্গল শোভাযাত্রা,ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা এবং দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer