Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কুবি ক্যাম্পাসে হলো গায়ে হলুদের অনুষ্ঠান

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ১৮ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

কুবি ক্যাম্পাসে হলো গায়ে হলুদের অনুষ্ঠান

ছবি: বহুমাত্রিক.কম

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হলো এক ছাত্রীর গায়ে হলুদের আয়োজন। বুধবার শীতের সাঁঝবেলায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে লোকপ্রশাসন বিভাগের স্নাতকত্তোরের শিক্ষার্থী বিলকিস জাহান রিমার এই ব্যতিক্রমী গায়ে হলুদের আয়োজন করা হয়।

রিমার গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায়। একই জেলার আকরাম হোসেন খানের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে তার। আগামী ২ জানুয়ারি তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবেনা বলেই ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী এ গায়ে হলুদের আয়োজন করেন রিমার সহপাঠীরা।

আয়োজন বন্ধুরা ক্যাম্পাসে করেছে বলে আনুষ্ঠানিকতার কিন্তু কোনো কমতি ছিলোনা। বিকেল থেকেই শাড়ি আর পাঞ্জাবি পরে রিমার বন্ধুরা এসে জড়ো হয় ক্যাম্পাসে। মুক্তমঞ্চ হলুদের সাজে সাজানো হয়। তৈরি হয় কনের আসন। চিরায়ত গায়ে হলুদের মতোই হলুদ, মেহেদী, মিষ্টান্ন, ফলমূল সবকিছুরই আয়োজন ছিল।

হলুদে রিমার বন্ধুরা সহ অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনেককেই দেখা যায় কনেকে এসে হলুদ দিচ্ছেন এবং শুভকামনা জানাচ্ছেন।

এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে রিমার বান্ধবী বীথি বলেন, ‘ক্যাম্পাসে শীতকালীন বন্ধ ও নানা কারণ মিলিয়ে অনেকের পক্ষেই রিমার বাড়িতে বিয়েতে যাওয়া সম্ভব না। তাই সবাই মিলে বান্ধবীর বিয়েতে মজা করার জন্য এই ব্যতিক্রমী হলুদের ব্যতিক্রমী আয়োজনের চিন্তা মাথায় আসে। আমরা সব বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছি।’

এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেয়া রিমার আরেক বান্ধবী মারজাহান আক্তার বলেন, `ক্যাম্পাস জীবন শেষে কে কোথায় থাকবো সেটা বলা যাচ্ছে না। কারো বিয়েতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা ঠিক নেই। তাই বান্ধবীর গায়ে হলুদ এর দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করা আরকি।।আর সব মিলিয়ে অনেক ভালো লাগছে, যতটুকু আশা করি নাই তার চেয়ে ভালো হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও অনেক ভালো একটা দিন গেলো।`

কনে রিমার কণ্ঠেও যেনো ঝরলো উচ্ছ্বাসে বৃষ্টি। তিনি জানালেন ‘নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। অনেক ক্যাম্পাসেই দেখি হলুদের অনুষ্ঠান হয়। এর আগে আমাদের ক্যাম্পয়াসে এমনটি হয়নি। আমার ক্যাম্পাসে আমারই গায়ে হলুদের অনুষ্ঠান হবে কখনও ভাবিনি। আমি অনেক বেশি আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer