Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কিমের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার পথে সি জিনপিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ২০ জুন ২০১৯

প্রিন্ট:

কিমের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার পথে সি জিনপিং

ঢাকা : চীনের প্রেসিডেন্ট সি জিনপিং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। ২০০৫ সালের পর উত্তর কোরিয়ায় এই প্রথম চীনের কোনও রাষ্ট্রীয় সফর হচ্ছে।

কিম জং উন এবং সি জিনপিং এখন পর্যন্ত চীনে চারবার সাক্ষাৎ করেছেন। এবার তারা মিলিত হচ্ছেন পিয়ংইয়ংয়ে। আশা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।

উত্তর কোরিয়ার জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পিয়ংইয়ংয়ের সব ধরনের বাণিজ্য কার্যক্রম চীনকে ঘিরেই আবর্তিত হয়। ফলে স্বাভাবিকভাবেই তাদের আলোচনায় বাণিজ্য বিষয়টি বেশ গুরুত্ব পাবে।

জাপানে জি-টোয়েন্টি সামিটের মাত্র এক সপ্তাহ আগে উত্তর কোরিয়া সফর করছেন জিনপিং। এই সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তার।

এছাড়া ট্রাম্প-কিম বৈঠকের পর প্রথমবারের মতো জিনপিংয়ের সঙ্গে দেখা হতে যাচ্ছে কিমের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে এক বৈঠকে মিলিত হন কিম-ট্রাম্প। কিন্তু কোনও চুক্তি ছাড়াই তাদের ওই বৈঠক শেষ হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer