Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কাশ্মীরে শুটিং করার আহ্বান মোদির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

কাশ্মীরে শুটিং করার আহ্বান মোদির

ঢাকা : যখন কাশ্মীর ইস্যুতে উত্তাল সারাবিশ্ব তখন কাশ্মীরে সিনেমার শুটিং এর আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭০ ধারা বাতিলের পরে বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে মোদি এ কথা বলেন।

৪০ মিনিটের লম্বা বক্তৃতায় মোদি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ বিশ্বের বৃহত্তম পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সময় ছিল যখন বলিউডের নির্মাতাদের প্রিয় জায়গা ছিল কাশ্মীর। কাশ্মীরের জীবনযাত্রা যেহেতু স্বাভাবিক হয়ে আসছে, তাই আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এখানে দেশের, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্রেরও শুটিং হবে।

মোদি এসময় বলেন, প্রতিটি ছবির শুটিং-এ কাশ্মীরের অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি হিন্দি, তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনুরোধ করছি তারা যেন শুটিং করার স্থান হিসেবে জম্মু-কাশ্মির এবং লাদাখকে গুরুত্ব দেয়।

৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীরকে ভাগ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বলিউড। নির্মাতারা এই আলোচিত ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।

ইতোমধ্যেই ‘আর্টিকেল ৩৭০’ এবং ‘আর্টিকেল ১৫এ’ নামে সিনেমা নির্মাণের কয়েকটি আবেদন জমা পড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer