Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদি-ট্রাম্প সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২৬ আগস্ট ২০১৯

প্রিন্ট:

কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদি-ট্রাম্প সাক্ষাৎ

ঢাকা : ফ্রান্সে চলমান জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।

সোমবার সম্মেলনের ফাঁকে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি এবং বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলেন তারা।ট্রাম্প জম্মু ও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার কথা বলেছেন এবং এই ইস্যুটিকে বিস্ফোরক বলে মন্তব্য করেন।

এর আগে গত সপ্তাহে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। ভারত ও পাকিস্তান দু`দেশের প্রধানমন্ত্রীকেই ফোন করেছিলেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর একটি অত্যন্ত জটিল জায়গা। আপনাদের হিন্দু আছে, মুসলিমও আছে। এবং আমি বলতে পারি না তারা একসঙ্গে খুব ভাল আছে। আমি মধ্যস্থতা করলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer