Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কালিজিরা-ভান্ডারিয়া ও রাজাপুর-আমুয়া সড়ক প্রশস্তকরণ কাজ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কালিজিরা-ভান্ডারিয়া ও রাজাপুর-আমুয়া সড়ক প্রশস্তকরণ কাজ শুরু

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : পদ্মা সেতু বাস্তবায়ন পরবর্তী চাহিদা অনুযায়ি ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগে ১২৫ কোটি ৫৪ লাখ এবং ১২৪ কোটি টাকার ২টি মেঘা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

ঝালকাঠির কালিজিরা থেকে ভান্ডারিয়া পর্যন্ত ৩৮কি:মি: সড়কে ১৮ ফুট থেকে ২৪ ফুট প্রশস্তকরণ করা হবে।

সংশ্লিষ্ঠরা জানায়, যেখানে ১৮ ফুটের প্রশস্ততার কম রয়েছে এমন সড়কগুলোতে ২৪ ফুট করে রাস্তা প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। ৯ ইঞ্চি মেগাডাম করে পিচ ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।

৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান খান বিল্ডার্স, ওরিয়েন ট্রেডার্স ও অহেদ কনষ্ট্রাকশন কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে।

এদিকে রাজাপুর-কাঁঠালিয়া ও আমুয়া পর্যন্ত ১২৪ কোটি টাকা ব্যায়ে ৩১ কি: মি: ২৪ ফুট সড়ক প্রশস্তত করণের কাজ এগিয়ে চলছে। এই সড়কে বড় আকারের ৫টি ব্রীজ রয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স এর পক্ষে মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘ একযুগ ধরে এই প্রকল্প রাজাপুর-কাঁঠালিয়া ও আমুয়া সড়ক উন্নয়ন পকল্প বাস্তবায়নের দাবী করা হচ্ছিলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer