Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কানে স্বর্ণ পাম জিতল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২৬ মে ২০১৯

প্রিন্ট:

কানে স্বর্ণ পাম জিতল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’

ঢাকা : কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের পর্দা নেমেছে গতকাল রাতে। এ বছর এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতল দক্ষিণ কোরীয় চলচ্চিত্র ‘প্যারাসাইট’। দক্ষিণ কোরিয়ার বঙ জুন-হো পেলেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান।

তার হাতে স্বর্ণ পাম তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা।

গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer