Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২১ জুন ২০২১

প্রিন্ট:

কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র

কানাডা এবং মেক্সিকো সীমান্তে ভ্রমণ বিধিনিষেধ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। তারা জানায়, কানাডা এবং মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের স্থল সীমানা কমপক্ষে ২১ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াতের জন্য বন্ধ থাকবে।

অন্যদিকে কানাডা গত ১৮ জুন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

কানাডায় কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার একেরপর এক কঠোর পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়ে চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে।

মহামারির কারণে বর্তমানে কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। যদিও নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer