Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কান উৎসবে নিষিদ্ধ রাশিয়ান সাংবাদিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১০ মে ২০২২

প্রিন্ট:

কান উৎসবে নিষিদ্ধ রাশিয়ান সাংবাদিকরা

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামায় কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। শুধু তাই নয়, কোনো ইউক্রেনপন্থি রাশিয়ান সাংবাদিকও উৎসবে অংশ নিতে পারবেন না। তাদের আবেদনও প্রত্যাখ্যান করেছে উৎসব কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে কান উৎসবের একজন মুখপাত্র ‘দ্য হলিউড রিপোর্টার’কে বলেন, এবারের উৎসবে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ইউক্রেনপন্থি রাশিয়ান সাংবাদিকরাও অংশ নিতে পারবেন না। তবে প্রকাশনার সঙ্গে যুক্ত অল্পসংখ্যক রাশিয়ানকে উৎসবে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

গত ১ মার্চ কানের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, এবারের উৎসবে রুশ প্রতিনিধিদের স্বাগত জানান হবে না। রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

এ বছরের উৎসবে অল্প কয়েকজন রাশিয়ান অংশ নিতে পারবেন। তার মাঝে আছেন নির্মাতা কিরিল সেরেব্রেন্নিকোভ। তার সিনেমা ‘চাইকোভস্কি’স ওয়াইফ’ দেখানো হবে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

কান উৎসব ছাড়াও গ্লাসগো এবং স্টকহোমস ফিল্ম ফেস্টিভ্যালও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়াকে বয়কট করেছে।

বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে প্রতিবছর ৭৫টি দেশের প্রায় ৪ হাজার সাংবাদিক অংশ নিয়ে থাকেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer