Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কাতার সীমান্ত উন্মুক্ত করেছে আমিরাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ৯ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

কাতার সীমান্ত উন্মুক্ত করেছে আমিরাত

ঢাকা: টানা সাড়ে তিন বছর পর শনিবার থেকে জল-স্থল-আকাশ তিনটি পথই কাতারের জন্য খুলে দিয়েছে উপসাগরীয় দেশটি। আমিরাতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব খালিদ আব্দুল্লাহ বেলহুল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালের ৫ জুন আরোপ করা অবরোধ প্রত্যাহারের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেন, ৯ জানুয়ারি থেকে জল, স্থল ও আকাশপথে আসা-যাওয়ার জন্য সব সীমান্ত খুলে দিচ্ছে আমিরাত। ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত মঙ্গলবার আল আরবের আল-উলা শহরে উপসাগরীয় জোট জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি হয়। এর মাধ্যমে কাতার বিরোধ অবসানের দ্বার উন্মুক্ত হয়েছে।

আল আরব চুক্তি অনুসারে, কাতারের সঙ্গে সবধরনের সীমান্ত খুলে দেবে অবরোধকারী চার দেশ, বাহরাইন, আমিরাত ও মিসর। এর ফলে আঞ্চলিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও সময় কমবে। এর আগে কুয়েতের মধ্যস্থতায় কাতারের জন্য আল আরবের সীমান্ত খুলে দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer