Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কাওরাইদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ ২৫ জুলাই

টি আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ২২ জুলাই ২০১৯

প্রিন্ট:

কাওরাইদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ ২৫ জুলাই

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। আর মাত্র একদিন বাকী রয়েছে পার্থীদের হাতে, শেষ সময়ে প্রার্থীরা মহাব্যস্ততায় সময় পার করেছেন। অঙ্গীকার-প্রতিশ্রুতি প্রদানের শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা।

সরেজমিনে ভোটের মাঠ ঘুরে দেখা যায়,আগের সময়ে তৎপরতা কম থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। বাসস্ট্যান্ড, রেল স্টেশন, হাট-বাজারের ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ইউনিয়নটিতে এর আগে নির্বাচনের কোনো অভিজ্ঞতা না থাকায় নিজেদের কৌশলমত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে কে হচ্ছেন কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়ে ২৫ জুলাই সন্ধ্যায় ফলাফলের অপেক্ষায় ইউনিয়নবাসী।

কাওরাইদ ইউনিয়নে উপ-নির্বাচনে মোট ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আ.লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন এ্যাড. আজিজুল হক আজিজ। নৌকার সমর্থনে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনসহ জেলা ও উপজেলা আ.লীগের অনেক নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে দেখা যায়।

অপরদিকে নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে কামরুল হাসান মন্ডল, অটোরিকশা প্রতীকে শাহজাহান সিরাজী, চশমা প্রতীকে হাফিজুর রহমান হাফিজ, আনারস প্রতীকে রহুল আমিন ইমন, টেলিফোন প্রতীকে মাওলানা এম এ মতিন আশিকী নির্বাচনে লড়ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ.কে.এম. রিপন আনসারী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শ্রীপুর উপজেলার নির্বাচন কমিশনার সুলতানা এলিন বলেন, গত (২১ জানুয়ারী) কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করায় সাংবিধানিক নিয়মানুযায়ী উপ-নির্বাচন দেওয়া হয়। কাওরাইদ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড ও ১৪টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে কোন ঝুকিপূন কেন্দ্র নেই,আগমী ২৫ জুলাই কাওরাইদ ইউনিয়নে উপ-নির্ববচনে একটি অবাদ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ্ ।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, কাওরাইদ ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে,এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি,আগামী ২৫ জুলাই ভোট গ্রহণের দিন আমাদের প্রশাসন সুষ্ঠু সুন্দর প্ররিবেশ রাখতে কাজ করছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer