Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঢাকা : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ৯টায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ এসব বিষয় নিশ্চিত করেছে।

বিআইডাব্লিউটিসি`র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা। নৌরুটের সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল। এ সময় মাঝপদ্মায় নোঙর করে রাখা ফেরিগুলো গন্তব্যে পৌঁছায়।

বিআইডাব্লিউটিসি`র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সকাল ৯টার দিকে নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer