Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কলোরাডোতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ : সবাই নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

কলোরাডোতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ : সবাই নিহত

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের অবশ্য নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে বিমান দুটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ।


খবরে বলা হয়, সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে বিমান দুটি।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮.৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer