Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কলতলাতে

আকিব শিকদার

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

কলতলাতে

নারীটি ছিলো কলতলাতে বসে, পাখিটি ছিলো
সজনে গাছের ডালে
দেয়াল টপকে আমি দিয়েছি উঁকি, কাসার কলস
পূর্ণ হলো কল-উপচানো জলে।

নারীটি ঢালছে ভেজা শরীরে জল, পাখিটির ডাক
হঠাৎ গেলো থেমে
দাঁড়িয়ে আছি কাকতাড়ুয়া যেন, মন অজান্তে
পড়েছি বাধা প্রেমে।

কলতলাতে সাবানের ঘ্রাণে দিশেহারা হয়ে রই-
আমার যেথায় যাবার কথা, যাওয়া হলো আর কই...!!

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer