Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কলকাতা বই মেলা শুরু ৩০ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২৯ নভেম্বর ২০১৮

আপডেট: ১০:০৮, ২৯ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

কলকাতা বই মেলা শুরু ৩০ জানুয়ারি

ঢাকা : আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। মেলা চলবে আগামী ১০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন।

সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসবে মেলা। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মেলার এবারের থিম কান্ট্রি দক্ষিণ আমেরিকার দেশ গুয়াতেমালা।

মেলায় সাড়ে চারশ’ প্রকাশনা সংস্থা এবং দু’শ’ লিটল ম্যাগাজিনের স্টল থাকবে। ৭-৯ ফেব্রুয়ারি বসবে ষষ্ঠ কলকাতা সাহিত্য উৎসবের আসর।

এবারই ইরান প্রথমবারের জন্য এই বইমেলায় অন্যতম বিদেশি দেশ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে। পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চীন, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ নিজেদের সাহিত্য সম্ভার নিয়ে আন্তর্জাতিক কলকাতা বই মেলায় হাজির হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer