Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

করোনায় শিশুদের মৃত্যুর ঘটনা বিরল: গবেষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

করোনায় শিশুদের মৃত্যুর ঘটনা বিরল: গবেষণা

প্রাণঘাতী করোনা ভাইরাসে বয়স্কদের চেয়ে শিশু এবং তরুণদের গুরুতরভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি এই ভাইরাসে শিশুদের মৃত্যুর ঘটনাও বিরল বলে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে।

জানা গেছে, গবেষণাটি জানুয়ারির ১৭ তারিখ থেকে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত যুক্তরাজ্যের ১৩৮টি হাসপাতালে চালানো হয়। গবেষণায় দেখা যায়, এক শতাংশের কম শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর যে সব শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের অন্য শারীরিক সমস্যা ছিল।

এ বিষয়ে এই গবেষণা দলের সদস্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিবারপুলের আউটব্রেক মেডিসিন এন্ড চাইল্ড হেলথ বিভাগের প্রফেসর ক্যালাম সেম্পল বলেন, আমরা পুরোপুরি নিশ্চিত যে করোনা মারাত্বকভাবে শিশুদের ক্ষতি করছে না। অভিভাবকরা এটি জেনে খুশি হবেন যে তাদের সন্তানেরা স্কুলে গেলে সরাসরি কোনো ক্ষতি হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer