Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

করোনায় মৃত্যুশূন্য দিন দেখল নিউইয়র্ক সিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৫ জুন ২০২০

প্রিন্ট:

করোনায় মৃত্যুশূন্য দিন দেখল নিউইয়র্ক সিটি

ঢাকা: প্রথমবারের মতো একদিনে নিউইয়র্ক সিটিতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত মার্চের মাঝামাঝিতে সেখানে করোনার প্রাদুর্ভাবের পর এই প্রথম কেউ করোনায় মারা যায়নি।

আগামী সপ্তাহ থেকেই সবকিছু পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক সিটি। এর মধ্যেই এমন খবর অনেকটাই স্বস্তি দিল সেখানকার মানুষজনকে।

নিউ ইয়র্ক সিটির সাস্থ্য দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গল এবং বুধবারের মধ্যে ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে একজনও মারা যায়নি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটি মাইলফলক হিসেবেই মনে করা হচ্ছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেয়র বিল ডে ব্লাসিওর প্রেস সেক্রেটারি ফ্রেডি গোল্ডস্টেইন বলেছেন, এটা সত্যিই খুব ভালো খবর।

এদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৫১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১০ হাজার ১৭৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ১২ হাজার ২৫২ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮৯৯। এর মধ্যে মারা গেছে ৩০ হাজার ২৮১ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer