Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

করোনায় আক্রান্ত ভারতীয় অ্যাথলেট মিলখা সিং মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৪০, ১৯ জুন ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত ভারতীয় অ্যাথলেট মিলখা সিং মারা গেছেন

প্রথম ভারতীয় হিসেবে কমওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট মিলখা সিং (৯১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে পিজিআইএমইআর হাসপাতালে মারা যান তিনি।

তার ছেলে গল্ফার জীব মিলখা সিংহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কোভিড আইসিইউ থেকে তাকে সাধারণ আইসিইউ-তে স্থনান্তরিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মারা যান তিনি।

১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। সেখানে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাকে।

গত ২০ মে কোভিডে আক্রান্ত হন। চার দিন পরে ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৩০ মে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩ জুন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পিজিআইএমইআর-এর নেহেরু হাসপাতালে ভর্তি করাতে হয় মিলখাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer