Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

করোনার উপসর্গে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী-সন্তান আইসোলেশনে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ৬ এপ্রিল ২০২০

আপডেট: ১২:০৬, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

করোনার উপসর্গে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী-সন্তান আইসোলেশনে

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে।সোমবার ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা।

দুদকের ওই পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় সপ্তাহখানেক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন কি না সেটি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। গতকাল রোববার পর্ন্ত রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer