Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

করোনাভাইরাসের সংক্রমণে নিজেদের সব রেকর্ড নিজেরাই ভেঙে ফেলছে ভারত

বহুমাত্রিক.ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ৬ মে ২০২১

প্রিন্ট:

করোনাভাইরাসের সংক্রমণে নিজেদের সব রেকর্ড নিজেরাই ভেঙে ফেলছে ভারত

ভারতে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের রেকর্ড তৈরি হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিপর্যস্ত ভারত। নিজেদের সব রেকর্ড তারা নিজেরাই ভেঙে ফেলছে। বুধবার রাত পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে একদিনে অর্থ্যাৎ ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়, নতুন করে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জনের শরীরে।

সংবাদ মাধ্যম দ্য হিন্দু বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে মৃত্যু ও শনাক্তে ভারতে এই সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।সবমিলিয়ে ভারতে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। আর মৃত্যু পৌঁছেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনে।

বুধবার মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯২০ জনের, উত্তরপ্রদেশে ৫৭৩ জনের আর কর্ণাটকে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৫৭ হাজার ৬৪০ জনের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer