Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১১ মার্চ ২০২০

প্রিন্ট:

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’ -এর শুটিং পেছানো হয়েছে।চলমান করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এর শুটিং পেছানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হতে পারে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

এর আগে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে।এজন্য প্রায় সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। গত ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক গেজেটে বায়োপিক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের প্রাথমিক ৫০ জনের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়।

সিনেমাটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় বায়োপিকের মাস্টারখ্যাত নন্দিত নির্মাতা শ্যাম বেনেগাল।তবে দেশে করোনাভাইরাসের কারণে অন্যান্য অনেক আয়োজনের মতো বায়োপিকটির শুটিংও পেছাতে হয়েছে।

প্রসঙ্গত, ‘বঙ্গবন্ধু’ সিনেমায় তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। শেখ কামাল চরিত্রে রওনক হাসান এবং বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান। এ ছাড়াও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস অভিনয় করবেন। বিতর্কিত খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) চরিত্রে তুষার খান অভিনয় করবেন।

পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

ঐতিহাসিক এই সিনেমার শুটিং শেষ হবে মুজিববর্ষেই। অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা বাংলাদেশ ও ভারতে দেখানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer