Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

করোনাভাইরাস: উহান থেকে দিল্লিতে নামলেন ২৩ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

করোনাভাইরাস: উহান থেকে দিল্লিতে নামলেন ২৩ বাংলাদেশি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের উৎসস্থল চীনের উহান শহর থেকে আরও ২৩ বাংলাদেশিকে সরিয়ে নেয়া হয়েছে।ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় নাগরিকদের সাথে ওই ২৩ বাংলাদেশিকে একটি বিশেষ বিমানে করে বৃহস্পতিবার উহান থেকে দিল্লিতে আনা হয়েছে।

দিল্লিতে আসা বাংলাদেশিদের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে কোয়ারেন্টাইন (অন্যদের থেকে বিশেষভাবে রাখা) করে রাখা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ২ হাজার ৭০০ জনের মৃত্যু এবং ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের বেশিরভাগই চীনের এবং দেশটির হুবেই প্রদেশের।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ বাংলাদেশিকে দেশে আনা হয়। পরে আশকোনা হজক্যাম্পে বেশ কয়েকদিন কোয়ারেন্টাইন্ড করে রেখে করোনাভাইরাস আক্রান্ত নন নিশ্চিত হওয়ার পর তাদের নিজেদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer