Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

করোনা: সক্রিয় রোগীর তালিকায় এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ১১ জুলাই ২০২০

প্রিন্ট:

করোনা: সক্রিয় রোগীর তালিকায় এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। বাংলাদেশেও করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। বিগত এক সপ্তাহ ধরে করোনা রোগী শনাক্তের হার কিছুটা কমেছে। তবে করোনা সক্রিয় আছে এমন রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে।

শনিবার দুপুরে ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। তালিকায় প্রথম অবস্থানে আছে ভারত, আর তৃতীয় অবস্থানে পাকিস্তান।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য বলছে, করোনায় মোট সুস্থ এবং মৃত্যুর সংখ্যা যোগ করে তা মোট শনাক্ত থেকে বাদ দিলে সক্রিয় রোগীর সংখ্যা পাওয়া যায়। সেই হিসাবে ভারত প্রথম অবস্থানে আছে। সেখানে এখন পর্যন্ত করোনা সক্রিয় রোগী ২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯০ জন। আর পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ৯৪ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer