Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

করোনা নিয়ে বিভ্রান্তি তথ্য প্রচার করায় যুবক আটক

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ৯ এপ্রিল ২০২০

প্রিন্ট:

করোনা নিয়ে বিভ্রান্তি তথ্য প্রচার করায় যুবক আটক

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : যশোরে করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তমুলক তথ্য প্রচার করায় র‌্যাব মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে বুধবার বিকেলে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করেছে। সে যশোর সদর উপজেলার বালিয়াঘাটা লাউখালী গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমান করোনা ভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তমুলক তথ্য প্রচার করছিল। বুধবার বিকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে মোবাইল সেট, সিম ও মেমোরী কার্ড উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি তথ্য প্রচার করায় একজন আটকের কথা র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer