Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

করোনা থেকে সুস্থ হয়েও মানসিক সমস্যায় ভুগছে এক তৃতীয়াংশ মানুষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনা থেকে সুস্থ হয়েও মানসিক সমস্যায় ভুগছে এক তৃতীয়াংশ মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েও মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগছে হয়েছে অনেককেই। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা লোকজনের এক তৃতীয়াংশ ছয় মাসের মধ্যেই এ ধরনের সমস্যায় পড়েছেন।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, সুস্থ হয়ে ওঠার পর ছয় মাসের মধ্যে নানা ধরনের স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগেছেন অনেকে। এদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। করোনা মহামারির কারণে বিষন্নতা, হতাশাসহ নানা ধরনের মানসিক সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।বিশেষজ্ঞদের আশংকা এই বিষন্নতা, হতাশাসহ নানা ধরনের মানসিক সমস্যাগুলো মহামারির সুদুরপ্রসারী প্রভাব রেখে যাবে।

গবেষণায় যুক্ত থেকে গবেষক অক্সফোর্ড ইউনিভার্সিটির মনোরোগ বিশেষজ্ঞ ম্যাক্স টাকুয়েট বলেন, আমাদের তথ্য থেকে দেখা যাচ্ছে করোনায় আক্রান্তরা স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগেছেন। সংক্রমণের পর জ্বর ও শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যা চলে গেলেও মানসিক সমস্যাগুলো উপস্থিত থাকে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer