Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

কমলগঞ্জে প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে নতুন মাত্রা

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ১৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কমলগঞ্জে প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে নতুন মাত্রা

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বুধবার দুপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী নূরুজ্জামান চৌধুরী রাসেল এর সভাপতিত্বে ও মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী রাসেল হাসান বখত, আলীনগর ইউপি সদস্য তাফাজ্জুল করিম চৌধুরী, সমাজ কর্মী আবুল হোসেন, তোফাজ্জল হোসেন চৌধুরী, শিক্ষক শংকর দেবনাথ, সমরেন্দু সেন গুপ্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমির উদ্দীন চৌধুরী, তৌহিদুল ইসলাম, আব্দুর রব শামীম প্রমুখ। উপজেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ সিরাজ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী নূরুজ্জামান চৌধুরী রাসেল প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে ৭৫ শতক ভূমির উপর তার পিতা মবশ্বির আলী চৌধুরীর নামে বিদ্যালয়টি স্থাপন করেন। ২০১৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ সিরাজসহ মোট ৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ের সূচনালগ্নে ৬ষ্ঠ শ্রেণিতে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের বই, খাতা ও কলম বিতরণ করা হয়। বৃহস্পতিবার থেকে বিদ্যালয়টিতে পাঠদান শুরু হবে বলে প্রধান শিক্ষক জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer