Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কমলগঞ্জে “পাঠশালা” গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার

প্রকাশিত: ২০:২৭, ৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কমলগঞ্জে “পাঠশালা” গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি : বহুমাত্রিক.কম

মৌলভীবাজার :  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার  সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদে রচিত “পাঠশালা” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর হান্নান চিনু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বইিটির রচয়িতা কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, গত আড়াই বছর আগেই কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান তেমন ভাল ছিল না। বর্তমানে সিলেট বিভাগের মধ্যে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান অনেক ভাল। ক্রমান্বয়ে কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর এই বইটি রচিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer