Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কবে চালু হচ্ছে ফেসবুক বলা যাচ্ছে না : বিটিআরসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৯ মার্চ ২০২১

প্রিন্ট:

কবে চালু হচ্ছে ফেসবুক বলা যাচ্ছে না : বিটিআরসি

ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে গত শুক্রবার থেকে সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুক কবে ঠিক হবে তা এখনো বলা যাচ্ছে না বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।

গত শনিবার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছিল, বাংলাদেশে তাদের একাধিক সেবা সীমিত করা হয়েছে। বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে এবং আশা করছে দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে।

তবে সোমবারও অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোনো আপডেট। ভালোভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও।

তবে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক প্রযুক্তি ব্যাবহার করে অনেকে ফেসবুক ব্যবহার করছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer