Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কবি পদ্মনাভ অধিকারীর ৬৩তম জন্মদিন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫১, ১২ অক্টোবর ২০১৯

আপডেট: ০২:৫৪, ১২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

কবি পদ্মনাভ অধিকারীর ৬৩তম জন্মদিন

ফাইল ছবি

যশোর : ১২ অক্টোবর বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক পদ্মনাভ অধিকারীর তেষট্টিতম জন্মদিন। ১৯৫৮ সালের এই দিনে তিনি যশোর পৌরসভার বকচরে জন্মগ্রহণ করেন। 

পিতা-পদকর্তা ও ব্রিটিশ খেদাও আন্দোলনী শিক্ষক নলিনীকান্ত অধিকারী, মাতা-গৌরী অধিকারী। চারভায়ের মধ্যে কবি পদ্মনাভ অধিকারী সর্বকণিষ্ঠ। তার সাহিত্যের হাতেখড়ি সেজভাই ডাক্তার ও সাহিত্যিক মধুসূদন অধিকারীর কাছে ১৯৭৬ সালে এপ্রিল মাসে।

পদ্মনাভ অধিকারীর উল্লেখ্যযোগ্য গ্রন্থ: (১) যাব না, (২) অন্তরে অন্তরে, (৩) বিধ্বস্ত জনপদ (কাব্য), (৪) চিৎকার (৫)মর্তলোকে দিব্যরথ (কাব্য)(৬)ফেরারী, (৭) প্রহরী ও শিশু কিশোর (উপন্যাস)তিন পা-া-১ম খ-, (৮) একবৃন্তে, (৯) মহর্ষিশী লালন সাঁই (১০) আধুনিকতা ও আধুনিক কবিতা প্রসঙ্গে (প্রবন্ধ)।

তিনি ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বাংলা সংবাদপত্রে সাহিত্য পাতায় লিখে আসছেন দীর্ঘদিন ধরে। এ ছাড়া ভারত, বাংলাদেশের জাতীয় দৈনিক ও সাপ্তাহিক এবং মাসিক পত্রিকাতে ১৯৯২ সাল থেকে তার লেখা প্রকাশ হয়ে আসছে। এ পর্যন্ত তার কবিতা সহ, গল্প, প্রবন্ধ, গবেষণা ৬ শত এর অধিক প্রকাশ হয়েছে।

খুলনার মোহনা সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক গবেষণা সাহিত্যের জন্য সম্মাননা (২০০৩), সিরাজগঞ্জের ক্যাপটেন মনসুর আলী সাহিত্য পরিষদ কর্তৃক আজীবন সম্মাননা (২০১২) লাভ করেন। তিনি রূপায়ণ সম্প্রদায় গবেষণা, সাহিত্য ও সংস্কৃতির এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।

মাইকেল মধুসূদন দত্ত গবেষণা ফাউন্ডেশনের আজীবন সদস্য। সেই সাথে যশোর ইনস্টিটিউট,যশোর শিল্পকলা একাডেমি ও গ্লোবাল জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিস্ট্রি, হেরিটেজ অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল (জিজেএ)’র উপদেষ্টা পর্ষদের সদস্য। তার সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম ‘বিদ্রোহী’। এছাড়া তার দশটি অন্তমিল কবিতার সুরারোপ ও স্বরলিপি করেছেন বেতারের কণ্ঠশিল্পি সাধন কুমার অধিকারী ও গোপীনাথ দাশ। আজকের এই দিনে তিনি সবার আর্শিবাদ কামনা করেছেন।

২০২০সালের বইমেলায় প্রকাশের জন্য -১। এই হেমন্তে (কাব্য) ২। সিঙ্গেল মাদার (ছোট গল্প।)এর পান্ডুলিপি প্রস্তুত রয়েছে। কবি পদ্মনাভ অধিকারীর জন্মদিনে বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer