Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত প্রধান ড. জাহিদুল কবীর

ত্রিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ২২ মার্চ ২০২১

প্রিন্ট:

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত প্রধান ড. জাহিদুল কবীর

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সঙ্গীত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কবীর। 

রোববার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে আগামী ৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত পত্রে বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক নিয়োগ প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে।

এর আগেও অধ্যাপক ড. জাহিদুল কবীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. জাহিদুল কবীর জানান, নতুন বিভাগীয় প্রধান হিসেবে বিভাগকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটাই হবে আমার প্রধান কাজ। এ সময় তিনি সঙ্গীত বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দের পাশে থাকার আহ্বান জানান।

নবাগত বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer