Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কন্যাসন্তান জন্মানোয় স্বামীর মার, যুক্তরাষ্ট্রে আত্মঘাতী গৃহবধূ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৭ আগস্ট ২০২২

প্রিন্ট:

কন্যাসন্তান জন্মানোয় স্বামীর মার, যুক্তরাষ্ট্রে আত্মঘাতী গৃহবধূ

বিবাহের পর পেরিয়ে গেছে ৮টি বছর। অথচ স্বভাব বদলায়নি স্বামীর। ৮ বছরে, প্রতিটা দিন তাঁর গায়ে হাত তুলতেন স্বামী। অকথ্য গালিগালাজ ছাড়াও চলত বেধড়ক মারধর। এবার তার জেরেই আমেরিকায় আত্মঘাতী হলেন ভারতীয় বংশোদ্ভূত মনদীপ কৌর। খবর আজকাল`র।

৩০ বছরের মনদীপ দুই সন্তানের মা। ছয় ও চার বছরের দুই কন্যাসন্তান রয়েছে তাঁর। মনদীপের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা বহু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্বামীর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে তাঁকে।

মনদীপের অভিযোগ, শুধুমাত্র কন্যাসন্তানের জন্ম দেওয়ায় এবং কোনও পুত্র সন্তান না হওয়ায় তাঁকে রোজ মারধর করা হয়। এক সময় মনদীপকে বলতেও শোনা যায়, `সব কিছু সহ্য করেছি, ভেবেছি, এক দিন তিনি বদলে যাবেন। আট বছর হয়ে গেল। রোজ আর মার খেতে পারছি না।`

আত্মহত্যার আগে মনদীপ স্পষ্ট জানান, স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। সেই ভিডিওকে প্রমাণ হিসেবে তুলে উত্তরপ্রদেশের বিজনৌর থানায় মনদীপের স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মনদীপের বাবা যশপাল সিংহ।

এই অভিযোগের ভিত্তিতে ভারত সরকারের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি জানিয়েছেন মনদীপের পরিবার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer