Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কঙ্গোতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৭ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কঙ্গোতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

ঢাকা : ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহী মিলিশিয়াদের বিরুদ্ধে এ অভিযানে জাতিসংঘের সাতজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আরো ১০ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। হতাহতরা তাঞ্জানিয়া এবং মালাউইর শান্তিরক্ষী বলে জানা গেছে।

বেনি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিদিদিইউয়ে এ অভিযানকালে এসব সৈন্য নিহত হয়। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একথা জানায়।

প্রায় এক বছর আগে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত হওয়ার পর এসব শান্তিরক্ষীর মৃত্যু কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।

কঙ্গোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের (এমওএনইউএসসিও) শান্তিরক্ষী বাহিনীর সহকারি প্রদান জেনারেল বার্নাড কমিন্স বৃহস্পতিবার বলেন, জিহাদি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে মঙ্গলবার কঙ্গো সৈন্যের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে। দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer