Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

ঢাকা : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬) এবং হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)।

ওসি প্রদীপ বলেন, রোববার সকালে সোনালী ব্যাংকের টাকা পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের নিতে থানায় একটি মাইক্রোবাস আসে। এ সময় মাইক্রোবাসটির চালক মাহমুদ উল্লাহর গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়।

তিনি বলেন, পরে পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে আটক চালকের স্বীকারোক্তি মতে সোমবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাঁধ সংলগ্ন এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি দল অভিযান চালায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়ে আটক গাড়ি চালককে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় সহযোগীরা। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১৫ হাজার ইয়াবা, দুটি দেশীয় বন্দুক ও কিছু গুলি।ওসি বলেন, ঘটনায় আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ২ জনকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি অভিযান শেষে থানায় নিয়ে যাওয়ার পথে টেকনাফ পৌরসভার হোটেল হিলটপ সংলগ্ন এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিন থেকে আগুন লেগে যায়। এতে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer