Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠালেন তাবিথ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২৭ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠালেন তাবিথ

ঢাকা : ঢাকা সিটি করপোরেশন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে পোশাকের সঙ্গে নৌকা প্রতীকের ‘কোট পিন’ ব্যবহার থেকে বিরত থাকতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার তাবিথ আউয়ালের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী আমীনুল ইসলাম মুনির। নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।

নোটিশে ওবায়দুল কাদেরকে উদ্দেশে করে তাবিথ আউয়ালের আইনজীবী আমীনুল মুনির বলেন, সিটি করপোরেশনের বিধিমালা ২০১৬ এর ২২ ধারা অনুযায়ী আপনি একজন মন্ত্রী হয়ে নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকায় ওবায়দুল কাদেরের ছবি সংবলিত সংবাদ দৃশ্যমান হচ্ছে, যেখানে কাদেরের পরিধেয় পোশাকের সহিত কোট পিন হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী একটি বিশেষ দলের মনোনীত মেয়র পদপ্রার্থী প্রতিক নৌকা মার্কা ব্যবহার করে আসছেন এবং এর দ্বারা উত্তর সিটি করপোরেশনের সাধারণ ভোটাররা প্রতারিত হচ্ছে। যা এক ধরনের প্রতারণার শামিল। এতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আচরণে বিধি লঙ্ঘন করা হচ্ছে।

সুতরাং ২৪ ঘণ্টার মধ্যে পরিধেয় পোশাকে নৌকা প্রতিক ব্যবহার না করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer