Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ওদেশা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ২ মে ২০২২

আপডেট: ০৯:০৯, ২ মে ২০২২

প্রিন্ট:

ওদেশা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওদেশার প্রধান বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর এক ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়েছে। কৃষ্ণসাগরের বন্দরের জন্য যা আমাদের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান ছিলো। এটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি।

জেলেনস্কি বলেন, অবশ্যই আমরা এর পুনর্নির্মাণ করবো। ওদেশা কখনো রাশিয়ানদের এই আচরণ ভুলবে না।

ওদেশার আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে জানা যায়, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। রানওয়ে ধ্বংস হওয়ার কারণে ওই বিমানবন্দরটি আপাতত ব্যবহার করা যাচ্ছে না।

ওই এলাকার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, হামলার জন্যে বেসশন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে রুশ বাহিনী। তবে ইশ্বরের কৃপায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রুশ হামলা প্রতিহত করার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি।

ওদেশা শহরের মেয়র গেনাদি ট্রুখানভ বলেন, বিমানবন্দরের রানওয়েটির ডিজাইন ও তৈরি করতে আমাদের ১০ বছর সময় লেগেছিল। গত বছরের জুলাইতে যা উন্মুক্ত করা হয়।

আল জাজিরা জানায়, এই হামলা প্রসঙ্গে রাশিয়া থেকে কোনো মন্তব্য আসেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer