Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ওটিটি প্লাটফর্মে সংবাদ-অনুষ্ঠান প্রচার হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ২ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

ওটিটি প্লাটফর্মে সংবাদ-অনুষ্ঠান প্রচার হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

লাইসেন্সের শর্ত ভেঙে মোবাইল অপারেটররা ওটিটি প্লাটফর্মে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: টিভিতে বিজ্ঞাপনের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অ্যাটকোর
আইপি টিভি বর্তমান সময়ের বাস্তবতা। তবে ইতোমধ্যে ১৩টির অনুমোদন হলেও অতিরিক্ত সংখ্যক আইপি টিভি অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তথ্যমন্ত্রী।

এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদনের পরও আইপি টিভির যে অনুমোদন দেওয়া হচ্ছে, তা যেন টেলিভিশনের বিকল্প না হয়। এটি দেওয়ার আগে যেন নীতিমালা করা হয়।

মোবাইল টেলিফোন অপারেটরদের ওটিটি প্লাটফর্মে কোনো সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার অবৈধ। এসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer