Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ওআইসি সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ২২ মার্চ ২০১৯

প্রিন্ট:

ওআইসি সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

ছবি- সংগৃহীত

ঢাকা : ইসলামভীতি দূর ও আন্তধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে বাংলাদেশ সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের ‘ওপেন এন্ডেড’ সভায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আহ্বান জানান।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার প্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। এ হামলায় অন্তত ৫০ মুসল্লির ‍মৃত্যু হয়।

ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

সন্ত্রাসবাদ, ইসলামভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ জরুরি বৈঠক শেষ হয়।

ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস।

ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer