Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙার অনুমতিতে রাজউকের ওপর নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ১৪ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙার অনুমতিতে রাজউকের ওপর নিষেধাজ্ঞা

ঢাকা : ঢাকার সব সংরক্ষিত ও অসংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙার অনুমতি দেয়ার ক্ষেত্রে রাজউকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি তারিক ইল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটটি দায়ের করেন আরবান স্টাডি গ্রুপ - ইউএসজি। সেইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে ঐতিহ্যবাহী স্থাপনার একটি সংশোধিত তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে।

সংশোধিত তালিকা প্রকাশের আগে ইউএসজি প্রণীত তালিকার স্থাপনাসমূহে কোনো ধরনের পরিবর্তন এবং অপসারণ করা যাবে না। ২০১৭ সালের ৫ ডিসেম্বর ঢাকায় ২ হাজার ৭৯৩ ঐতিহ্যবাহী স্থাপনা ও ভবনের তালিকা সরকারের কাছে জমা দেয় আরবান স্টাডি গ্রুপ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer