Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

এয়ার অ্যাম্বুলেন্সে খুরশীদ আলমকে ঢাকায় আনা হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ৩০ মার্চ ২০১৯

প্রিন্ট:

এয়ার অ্যাম্বুলেন্সে খুরশীদ আলমকে ঢাকায় আনা হচ্ছে

ঢাকা : উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলমকে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুরশীদ আলমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে। দুপুর আড়াইটায় শিল্পীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়া হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, ‘খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনো কারণ নেই। তবে এই ধরনের রোগীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়।

তাকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা মেডিকেল বোর্ড গঠন করেছি। এর মধ্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার। তাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় নিজের প্রাইভেটকারের সঙ্গে একটি বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খুরশীদ আলম আহত হন। এসময় বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি।

ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁতও ভেঙে গেছে তার।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer