Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এসএসসিতে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২৮ নভেম্বর ২০২২

প্রিন্ট:

এসএসসিতে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

সোমবার বেলা ১২টার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলি হলে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফল থেকে জানা গেছে, এ বছর মোট পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০.০৩ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.৬১ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৮২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৮১.১৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer