Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ পঞ্চম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ৭ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ পঞ্চম

ঢাকা : ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার শীর্ষ পঞ্চম স্থানে রয়েছে। ‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাস’ এর এক সমীক্ষার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

তাদের দেয়া তথ্য মতে, ২০১৭ সালের ডিসেম্বরের হিসাব পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। অথচ ২০০০ সালে এ সংখ্যা ছিল এক লাখের মতো।

এশিয়ার মধ্যে ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে চীনের অবস্থান শীর্ষে। তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। তাদের পরেই রয়েছে ভারত (৪৬ কোটি ২০ লাখ), ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।

‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাস’ এর তথ্য মতে, ১৪১ কোটি জনগোষ্ঠীর চীনে ইন্টারনেট পৌঁছে গেছে প্রায় ৫৫ দশমিক ৮ শতাংশ নাগরিকের কাছে। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুতই ইন্টারনেট পৌঁছে দিচ্ছে নাগরিকদের কাছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer