Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এশিয়া প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সুচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২৯ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এশিয়া প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সুচি

ঢাকা : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুকি এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

তিন দিনের এই সফরে সুকি নেপাল সরকারের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তাদের মধ্যে দু’দেশের পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। 

স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই সুকির প্রথম নেপাল সফর। এর আগে ২০১৪ সালের জুন মাসে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেন।

কাঠমান্ডুতে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।এই শীর্ষ সম্মেলনে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, প্রখ্যাত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নিবেন।

শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শান্তি ও উন্নয়ন, সুশাসন, সংঘাত নিরসনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ২০৩০ নিয়ে আলোচনা হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer