Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এলাকাভিত্তিক শিল্প-কারখানা একদিন বন্ধ রেখে প্রজ্ঞাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ১১ আগস্ট ২০২২

প্রিন্ট:

এলাকাভিত্তিক শিল্প-কারখানা একদিন বন্ধ রেখে প্রজ্ঞাপন

দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরায় আদেশ না হওয়া পর্যন্ত তা চলবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকশেষে জানিয়েছিলেন, জ্বালানি সাশ্রয়ে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প-কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প-কারখানার মালিকরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এতে দৈনিক প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।

এর আগে বিদ্যুতের ঘাটতি কমাতে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৯ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

গত ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer