Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

এম.বি.বি.এস ডাক্তার পরিচয়ে চিকিৎসা:ভ্রাম্যমান আদালতে জরিমানা

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১২ আগস্ট ২০২০

আপডেট: ১৭:৫৩, ১২ আগস্ট ২০২০

প্রিন্ট:

এম.বি.বি.এস ডাক্তার পরিচয়ে চিকিৎসা:ভ্রাম্যমান আদালতে জরিমানা

ছবি- বহুমাত্রিক.কম

জয়পুরহাটের আক্কেলপুরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে নিসারুল ইসলাম (৩৩) নামের এক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে পৌর সদরের ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসা প্রদান করছেন নিসারুল ইসলাম (৩৩) নামের ডিএমএফ চিকিৎসক, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, তিনি নিজেকে বিভিন্নভাবে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় প্রদান করেন। গ্রামের সাধারণ লোকজন বোঝেন না ডাক্তারদের ডিগ্রী/উপাধি। তিনি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) চিকিৎসক হয়েও এমবিবিএস ডাক্তার পরিচয় প্রদান করায় তার জরিমানা আদায় করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer