Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এবার সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২৩ মে ২০১৯

প্রিন্ট:

এবার সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা

ঢাকা : সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের একদিন পর আবারও দেশটির নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথি সমর্থিত সামরিক বাহিনী।

বুধবার সকালে সৌদির ওই বিমানঘাঁটিতে এই ড্রোন হামলা চালায় বলে জানায় পারস টূডে।

ইয়েমেন ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মাসিরা তাদের একটি প্রতিবেদনে জানায়, বুধবার সকালে সৌদি আরবের নাজরানের বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ওই প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে ইতিমধ্যে সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের ওই বিমানঘাঁটির হ্যাঙ্গারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সাধারণত এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়ে থাকে। এছাড়াও এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালায়। হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। হামলায় কাসেফ-২-কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে বলে জানায় হুথি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer