Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

এবার ল্যাপটপের জন্য প্রসেসর নিয়ে এলো কোয়ালকম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২২:৪৩, ৯ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

এবার ল্যাপটপের জন্য প্রসেসর নিয়ে এলো কোয়ালকম

ঢাকা : উইন্ডোজ ল্যাপটপের জন্য একটি দুর্দান্ত প্রসেসর উন্মুক্তের ঘোষণা দিয়ে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই প্রসেসরটি কোয়ালকমের স্নাপড্রাগন সিরিজের ‘স্নাপড্রাগন ৮সিএক্স’ প্রসেসর। এক্স দিয়ে মুলত এক্সট্রিম বোঝানো হয়েছে।

কোয়ালকমের বিপনন বিভাগ জানিয়েছে, তারা ৮ কোর বিশিষ্ট স্নাপড্রাগন ৮সিএক্স প্রসেসর নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। কোয়ালকমের দৃষ্টিকোণ থেকে এটি উইন্ডোজ ল্যাপটপ ও টু-ইন-ওয়ান রুপান্তরিত পিসির জন্য সম্পূর্ণ নতুন একটি প্রসেসর। এটিকে অন্য প্রসেরের তুলনায় এক্সট্রিম মনে হতে পারে। এত পাওয়ারফুল সিপিও ও জিপিও সমৃদ্ধ প্রসেসর এর আগে এই কোম্পানিটি তৈরি করেনি কোয়ালকম।

কোয়ালকম বলছে, এটিই পিসি প্লাটফর্মে প্রথম কোনো চিপ যার আয়তন ৭ ন্যানোমিটার। প্রসেসরটি ব্যবহারের ফলে আশ্চর্যজনক ব্যাটারি লাইফ ও ২ জিবিপিএস সেলুলার সংযোগের প্রতিশ্রুতি দিয়েছে মোবাইলের প্রসেসরের জন্য সুপরিচিত কোম্পানিটি। কোয়ালকমের এই প্রসেসর ইন্টেল ও এএমডি বিভিন্ন চিপগুলোর তুলনায় অনেক বেশি কার্যক্ষম হবে বলে দাবি করছে কোয়ালকম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer