Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

এবার নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত বাঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

এবার নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত বাঘ

ঢাকা : এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হল নাদিয়া নামের একটি বাঘ। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার চার বছর বয়সী একটি স্ত্রী মালায়ন বাঘ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ব্রঙ্কস চিড়িয়াখানা জানায়, লোয়াতে জাতীয় পশুচিকিতসা পরীক্ষাগার পরীক্ষার মাধ্যমে ওই বাঘ যে করোনায় আক্রান্ত তা নিশ্চিত করা হয়েছে।ধারণা করা হচ্ছে, ওই বাঘের দেখাশুনা করার দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বাঘটি করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়া রবিবার ওই চিড়িয়াখানার এক বিবৃতিতে বলা হয়, নাদিয়া নামের ওই বাঘ ছাড়াও তার বোন আজুল, দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের মধ্যে শুকনা কাশির লক্ষণ দেখা দিয়েছিল। তবে তারা সবাই এখন সুস্থ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক সতর্কতার সঙ্গে বাইরে বাঘটির পরীক্ষা করা হয়েছে। এবং করোনা সংক্রান্ত নতুন কোন তথ্য পেলে তা জানানো হবে।

এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৯ হাজার ৬১৮ জন। দেশটিতে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি। এনডিটিভি, বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer