Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এবার ‘খেলা হবে’ দিবস পালন করছে তৃণমূল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ৩ আগস্ট ২০২১

প্রিন্ট:

এবার ‘খেলা হবে’ দিবস পালন করছে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোধ্যায় দেশ-বিদেশে আলোচনার ঝড়ই শুধু তোলেননি। বরং আগের সব রেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো বড় আসন নিয়ে সরকার গঠন করেছেন তিনি।

এবার সেই ‘খেলা হবে’-কে পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পের মোড়কে জড়াচ্ছে স্থানীয় সরকার। বিশেষভাবে উদযাপন করা হবে দিবসটি। মমতা নিজেই এ ঘোষণা দিয়েছেন। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ‘খেলা হবে’ দিবস নিয়ে তীব্র কটাক্ষ করেছে।

‘খেলা হবে’ স্লোগানে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়ায় তৃণমূল। রাজ্যের ২৯২ আসনে তৃণমূল প্রার্থীরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াইয়ের জন্য সামনে আনেন এই স্লোগান। ২ মে রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে ‘খেলা হবে’ দিবস উদযাপনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন থেকে ১৬ আগস্ট দিনটিকে ‘খেলা হবে’ দিবস হিসেবে সরকারিভাবে উদযাপন করবে রাজ্য সরকার। তবে এবার রাজনৈতিক ময়দান ছাড়িয়ে স্লোগান ছড়িয়ে দেওয়া হবে রাজ্যের সরকারি প্রকল্প বাস্তবায়নে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে। এ রকম একটা গান বাঁধা দরকার।

পাশাপাশি খেলা হবে দিবস কেন পালন করা দরকার? সেটা নিয়ে তিনি বলেন, খেলা মানুষের মনে মুক্তির প্লাবন আনে, হাসি ফোটায়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer